নিশিন্দার পাতা পরজীবী নাশক এবং এর যক্ষা ও ক্যান্সার বিরোধী গুন রয়েছে।
পাতা গরম করে যে কোনো ফোলার উপর বা মচকানোর ব্যথা ও প্রদাহ স্থানে রেখে গরম কাপড় দিয়ে বেঁধে দিয়ে দিনে ৪/৫ বার বদলাবেন । এতে দু একদিনের মধ্যে ফোলা কমে যাবে ।
দেহের যে কোন স্থানের টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে প্রতিদিন লাগালে কয়েকদিনের মধ্যে টিউমার অদৃশ্য হয়ে যাবে ।
পাতার রস বা পাতা বেটে সরিষার তেলে পাক করে সে তেল ২/১ ফোঁটা কানে দিলে কানের রোগ আরোগ্য হয় । কানের সব ধরণের ব্যাথায় ক্ষতে ও ব্যবহার করা যায় ।
পাতা চূর্ণ্ সিকি গ্রাম পরিমাণ খেলে (পূণ্যবয়স্কদের জন্য)গুড়া কৃমির উপদ্রব কমে যায় ।
নিশিন্দা গেঁটে বাত সারায়, গেটে বাত রোগে নিশিন্দায় পাঁচন মোক্ষম ওষুধ । সঙ্গে যদি জ্বল থাকে, তবুও এতে সুফল পাওয়া যাবে । ৫ গ্রামে পরিমাণ পাতা সিদ্ধ করে ছেঁকে সে পানি খেতে হয় । তবে উচ্চ রক্তচাপ থাকলে খাওয়া ঠিক নয় ।
এছাড়া এটা হাপানি, ঠান্ডা জনিত রোগেও বিশেষ কার্য্করী । গাছের ডাল পালা পোকামাকড় রোধী ।যৌন ইচ্ছা দমনের জন্য আগে ব্যবহৃত হতো ।
Leave a Reply