আপনার বাচ্চাকে পুষ্টিকর খারার দিতে হবে যেমন : ভাত ,রুটি , মাছ ,মাংস, ডিম ,ডাল এবং সবজি।
আপনার বাচ্চাকে প্রতিদিন দুধ খেতে দিতে হবে। ক্যালসিয়ামের জন্য বাচ্চাকে অবশ্যেই দুধ খাওয়াতে হবে।
আপনার বাচ্চাকে শরর্কারা ,প্রোটিন ,ক্যালসিয়াম ও প্রচুর ভিটামিন জাতীয় খাবার খওয়ান। তাহলে আপনার বাচ্চা বাড়বে।
অনেক সময় বাবা মায়ের জেনেটিক কারনে বাচ্চারা লম্বা বা খাট হয়।
আনেক সময় বাচ্চা রোগের কারণে বাচ্চা খাট হয়।
সঠিক চিকিৎসা করালে বাচ্চা তার সঠিক বিকাশ ফিরে পাবে।
সবশেষে বলব আপনার সন্তানকে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ান।
Leave a Reply