কৃমির লক্ষনগুলেঃ বাচ্চাদের খাওয়া দাওয়া কমে যেতে পারে, বাচ্চা দূর্বল হয়ে যেতে পারে, কৃমি জমে শ্বাস নালিতে সমস্যা হতে পারে, বাচ্চার অন্ত্র আটকে দিতে পারে।
কৃমি থেকে বাঁচার উপায়ঃ
১. বাচ্চাকে খাওয়ানোর আগে সঠিক নিয়মে অবশ্যই হাত ধুতে হবে।
২. বাচ্চাকে যে পানিটাকে খাওয়াতে হবে তা অবশ্যই ফুটিয়ে খেতে হবে।
৩. বাচ্চাকে টাটকা খাবার দিতে হবে।
৪. বাইরের খাবার বাচ্চাকে কখনও দেওয়া যাবে না।
৫. ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে কৃমির ঔষধ খাওযাতে হবে।
৬. কৃমির ঔষধ খাওয়ার সময় পরিবারের সবার একসঙ্গে খাওয়া উচিত।
৭. কৃমির ঔষধ যেহেতু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তাই কৃমি যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
৮. বাচ্চাদের খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার আভ্যাস গড়ে তুলতে হবে।
৯. বাচ্চার টয়লেট করার পর যাতে হাত ধোয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
১০. বাচ্চারা বাইরে যখন খেলতে যাবে এবং টয়লেট যাওয়ার আগে অবশ্যই স্যান্ডল ব্যবহার করাতে হবে।
উপরোক্ত বিষয় গুলি খেয়াল করলেই বাচ্চা কৃমি থেকে সুস্থ থাকবে।
Leave a Reply