সাধারনত বাচ্চাদের অস্বাভাবিক কান্নার মুল কারন পেটের গ্যাস। আর এ সমস্যা থেকে মুক্তি পেতে ২ টি কাজ করুন।
১. শিশুকে খওয়ানোর পর দশ মিনিট আপনার কাধের উপর রেখে পিঠের উপর হালকা চাপড় দিয়ে তার গ্যাসেটাকে বের করতে সহায্য করুন।
২. প্রতিবার খাওয়ানোর পর শিশুকে ঢেকুর তুলতে সাহায্য করুন তাহলে তাহলে কিছু দিন পর এ সমস্যা কেটে যাবে।
শিশুর গ্যাস হলে তার পেটে ছেকা দেওয়া বা অন্য কোন কাজ করা যাবে না তাতে শিশু আরও বেশি কান্না করতে পারে। শিশুর এ ধরনের সমস্য বেশী হলে আপনাকে বাচ্চাকে ডাক্তারের কাছে নিতে হবে। শিশু যদি গ্যাস এর সাথে অস্বাভাবিক ভাবে বমি হতে থাকে বা পেট লাল হয়ে যায় তবে আপনাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
Md sayed
November 21, 2020 at 12:59 pmজেনে রাখুন শিশুর স্বাস্থ্য ও পুষ্টি এবং বিভিন্ন রোগ