চুল লম্বা ও ঘন করার জন্য প্রথমে আপনার ৪ চামচ মত কালোজিরা নিতে হবে। এখন কালোজিরাটাকে বেটে বা ব্লিন্ডারে ব্লিন্ড করে মিহি গুড়া করে নিতে হবে। তারপর এতে একটু পানি দিয়ে এটাকে পেস্ট মত করে নিতে হবে। এবার এর ভিতর দুই চামচ এলোভেরা জেল মেশাতে হবে। এরপর এর ভিতর দু চামচ কেস্টর ওয়েল যোগ করতে হবে। এখন এর ভিতর তিনটা ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। এবার সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মেশাতে হবে।
ব্যবহারের নিয়মাবলি : আপনার চুলের গোড়ায় ভালোভাবে এটিকে মাখিয়ে নিন। চুলে লাগান হয়ে গেলে ৩০ মিনিট এটাকে এভাবে রেখে দিন। আধাঘন্টা পরে আপনি চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ধুয়ে ফেলতে হবে। ভালো ফল পাওয়ার জন্য আপনি এটা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এভাবে আপনি এটা এক মাস ব্যবহার করলে আপনার চুল খুব দ্রুত বেড়ে যাবে।
Leave a Reply