আপনার শিশুর ঠান্ডা লাগলে পর্যাপ্ত পরিমানে বিশ্রামের প্রয়োজন পড়ে। এর ফলে শিশু ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার সামর্থ্য পেয়ে থাকে।
আপনার শিশুকে গরম পানির ভাপ দিতে পারেন। একটি পাত্রে কুসুম পানি নিয়ে তাতে শিশুটিাক ভাপ দিন।
একটি পাত্রে এক কাপ গরম পানি, এর সাথে হাফ চা চমচ লবণ দিয়ে ভালোভাবে জ্বাল দিন। এটি ঠান্ডা হয়ে গেলে নাকের ড্রপ হিসেবে ব্যবহার করুন।
রসুণ ও মৌরি তে অ্যান্টি ব্যকটেরিয়া এবং অ্যান্টি ভাইরাল উপাদান থাকে যা শিশুর ঠান্ডা দূর করতে সাহায্য করে।
টমেটো এবং রসুনের সুপ। ঠান্ডার সময় শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। এই সুপ শরীরে ঠান্ডা কমানোর সাথে সাথে পানির চাহিদা কমিয়ে দেবে।
শিশুর সর্দি জ্বর হলে শোয়ানোর সময় মাথাটা একটু উচু করে রাখুন। এর ফলে তার সর্দি কমে যাবে।
Md sayed
November 21, 2020 at 1:00 pmজেনে রাখুন শিশুর স্বাস্থ্য ও পুষ্টি এবং বিভিন্ন রোগ