আমাদের বয়স বাড়ার সাথে সাথে চুল সাদা হতে শুরু করে এটা একটা স্বাভাবিক প্রকৃয়া । যদি এইভাবে চুল পেকে যায় তবে কোন সমস্যা নয় । কিন্ত অনেকের আছে খুব কম বয়সে মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে । চুল নানা কারণে সাদা হতে পারে । আমাদের চুলে যে রঞ্জন পদার্থ্টি থাকে সেটি আমাদের চুলকে কালো রাখতে সাহায্য করে থাকে । আমাদের বয়স বাড়ার সাথে সাথে রঞ্জন পদার্থ্ টি কমতে থাকে যার ফলে আমাদের মাথার চুল পাকতে শুরু করে । কিন্ত এখন অল্প বয়সে অনেকের চুল পাকার রোগ হতে শুরু করেছে । েএর প্রধান কারণ হচ্ছে আমাদের পারিপার্শিক পরিবেশ এবং শারীরিক সমস্যা এই দুটি কারণেই কম বয়সে অনেকেরই চুল সাদা হয়ে যায় । আর একবার চুল পেকে গেলে আমাদের সকলকে হেয়ার ডাই ব্যবহার করতে হয় । কিন্ত এটা বেশি ব্যবহার করার ফলে আমাদের মাথার চুল আরো সাদা হয়ে যায় । আমরা আজকে হারবাল উপায়ে চুল সাদা করা এবং চুল সতেজ করার কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল :
তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে আমাদের মাথার চুল কালো করায যায় এবং চুূলকে সতেজ করা যায় :
প্রয়োজনীয় উপকরণ :
১) ২০ টা কালমেঘ পাতা
২) দুই কাপ ভূঙ্গরাজ পাতা
৩)নিম পাতা ১০ টা
প্রস্তত প্রণালী :
প্রথমে পাতাগুলো কিছুসময় আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রাখুন । এরপর পাতাগুলো বেটে একসাথে মিশিয়ে একটা গাড় পেস্ট তৈরী করে নিন ।
ব্যবহারের নিয়মাবলি :
পেস্টটি তৈরীর পর এটি চুলে ও স্ক্যাল্পে ভালোভাবে লাগাতে হবে । এটা লাগানো হয়ে গেলে ৬০ মিনিট রেখে দিতে হবে । তারপর শুকানোর পর ধুয়ে ফেলতে হবে। ধুয়ার সময় ভালোভাবে পরিষ্কার করবেন যাতে কোন পাতার গুঁড়ো আটকে না থাকে ।
এই প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন আপনার চুল হয়ে যাবে ঘন কালো ।
gopal
June 9, 2021 at 9:39 pmuseful information
Nijer Jibon(পাকা চুল কালো করার ঘরোয়া উপায়)