পেট ফাপা একটি সাধারণ সমস্যা এটি সাধারণত সবার হয়ে থাকে । অফিস, আড্ডা কিংবা বাসা সবখানেই আমাদের খাওয়া-দাওয়া সমান তালে চলে। আর খাওয়ায় একটু কমবেশি হলেই আমাদের যে সমস্যায় পড়তে হয় তা হলো, পেট খারাপ বা পেট ফাঁপা। এটি বেশ যন্ত্রণাদায়ক একটি সমস্যা। হঠাৎ করে খাওয়ার পরিবর্তন হলে কিংবা খাওয়া একটু বেশি হয়ে গেলে এই সমস্যা দেখা যায়। এতে আমাদের পেট অনেক সময় ফেঁপে ফুলে যায় কিংবা পেট খারাপ হয়ে বার বার টয়লেতে যেতে হয়। আর এজন্য আমরা খেতে শুরু করি নানা রকম ওষুধ। এইসব ওষুধ আমাদের সমস্যা কমিয়ে দেয় ঠিকই, কিন্তু দ্রুত কাজ করতে পারে না। আর তাই আমাদের অস্বস্তি আরও বাড়তে থাকে।পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যার সবচেয়ে দ্রুত এবং কার্যকরী ওষুধ আছে আমাদের একদম হাতের কাছেই, আমাদের রান্নাঘরে। আসুন জেনে নিই কিভাবে রান্নাঘরের এসব জিনিস দিয়ে পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যার নিরাময় করা যায়।
বিভিন্ন উপকরণ :
শসা :
পেট খারাপ হলে শসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায় । এটি পেট ফাপা ও পেট খারাপে দারুন কাজ করে থাকে । শসাতে আছে প্রচুর পরিমাণে পানি এবং ফাইবার। যা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাককে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। একই সাথে এটি আমাদের গ্রহনকৃত খাবারকে খুব তাড়াতাড়ি হজম হতে সাহায্য করে এবং মল হিসেবে দ্রুত বের করে দেয়। আর এর ফলেই আমাদের পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
এলাচ :
পেট খারাপ হলে এলাচ এর মাধ্যমে এটি কাজ করে থাকে । এলাচের মাধ্যমে পেট ফাপা সমস্যার সমাধান হয়ে থাকে । এলাচে আছে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার। যা আমাদের হজমে সহায়ক অ্যাসিড সমূহের ক্ষরণ যাতে ঠিক মতো হয়, এতে সাহায্য করে। শুধু তাই নয় এলাচে থাকা বেশ কিছু উপকারী উপাদান আমাদের খাবারের হজমের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ফলে আমাদের গ্রহনকৃত সকল খাবার সঠিক ভাবে হজম হয়। এতে আমাদের পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যা ভালো হয়ে যায়। এছাড়াও এটি বদ-হজম, পেটের রোগ, কনস্টিপেশনের মত সমস্যা কমায়।
আদা :
আদাকে আমরা সাধারণত মসলা জাতীয় খাবার হিসাবে চিনে থাকি । তবে আদার বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে । পেট ফাপা নিরাময়ের জন্য আদার অনেক কার্য্করী ভূমিকা পালন করে থাকে । আদার অনেক উপকারিতার মধ্যে অন্যতম একটি হলো এটি পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যায় দারূন কাজ করে। এধরনের সমস্যায় এটি সবচেয়ে ভালো এবনহ কার্যকরী প্রাকৃতিক সমাধান। আদায় প্রচুর পরিমাণে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপাটিজ। যা খুব দ্রুত পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যা ভালো করে দেয়। এজন্য এক টুকরো আদা কুঁচি করে লবন দিয়ে কাঁচা খেয়ে ফেলুন। এতে খুব দ্রুত এই সমস্যা একদম সমাধান হয়ে যাবে। এছাড়াও আদা চা, দই দিয়ে আদা খেলেও অনেক উপকার মিলবে।
লেবুপানি :
লেবুপানির মাধ্যমে আমরা পেট খারাপ এর সহজে সমাধান করে থাকতে পারি । লেবুপানি দিয়ে খাবার হজম এর উপকারিতা হয়ে থাকে । লেবুপানতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যা আমাদের পেতের ভেতরে যেয়ে ক্ষতিকর সব ব্যাকটেরিয়াকে নিমিষেই মেরে ফেলে পেটে জমে থাকা গ্যাসকে খুব দ্রুত বের করে দেয়। আর এভাবেই পেট খারাপ বা পেট ফাঁপার সমস্যা নিমিষেই ভালো হয়ে যায়।
Leave a Reply