সিনকোনা একটি চিরসবুজ উদ্ভিদ । সিনকোনা গাছ সাধারণত সাত থেকে দশ মিটার উচু হয় । গাছের কান্ড গোলাকার ও লম্বা , গাছের অগ্রভাগ পত্রময় । ছাল ধূসরবর্ণ্ শ্বেত ও কৃষ্ঞবর্ণ্, ফল লম্বাকৃতি , লার ও ধূসরবর্ণ । ফল পাতলা ও চ্যাপ্টা আকারের বীজ বাতাসে উড়ে যায় । সিনকোনা সাধারণভাবে কুইনা নামে পরিচিত । এই গাছ প্রাকৃতিক ভাবে জন্মে । সিনকোন আমেরিকা জ্যামাইকা ফরাসি ফলিনেশিয়া , সুরাওয়েসি, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেন এবং নিরক্ষীয় আফ্রিকার উপকূলে প্রাকৃতিক ভাবে জন্মে । এই গাছের নানা ধরণের ঔষধি গুণাগুণ রয়েছে । এর ঔষধি গুণাগুণ সম্পর্কে জানব :
উপকারিতা :
কুইনাইন অবিরাম জ্বরে ও ম্যালেরিয়া জ্বরে অব্যর্থ্ মহেীষধ ।
এটি বসন্ত, প্রবল ও বক্ষ প্রদাহ রোগের প্রতিষেধক ও নিবারক ।
এটি ঘুংড়ি সর্দি , নিউমোনিয়া প্রভৃতি রোগের জন্য উপকারী । কুইনাইন যোগে সেবন করলে শিগগিরই ফল পাওয়া যায় এবং কলম্বা প্রভৃতি তিক্ত ঔষধের সঙ্গে ব্যবহার্য্ ।
কোন কোন কুইনাইন সেবন অপেক্ষা ইহার ইনযেকশন নিলে ভালো ফল পাওয়া যায় ।
সিনকোনা পাতার রস হালকা গরম পানির সাথে খেলে প্রবর ও বক্ষ প্রদাহ রোগের প্রতিষেধক ও নিবারক হয় ।
সিনকোনা গাছের বাকল সিদ্ধ করে এই ক্বাথ খাওয়ালে পেট ব্যথায় উপকার পাওয়া যায় ।
Leave a Reply