অর্জীণ বা পেট ফাপা :
বাড়ির অনেকেই হটাৎ ভালো খাওয়ার ফলে পেট ফাপা হতে পারে। এ ক্ষেত্রে চার থেকে পাচ গ্রাম মুথা থেতো করে চার কাপ জলে সেদ্ধ করে নিন। জলটি এক কাপ হয়ে আসলে নামিয়ে নিতে হবে। এটি দিনে চার থেকে পাচ বার খেলে পেট ফাপা কমে যাবে।
আমাশয় :
আমাশয় হলে অনেকের পেটের ব্যাথা শুরু হয়ে যায়। এ ক্ষেত্রে মুথা ঘাসের ক্বাথ বানিয়ে খেলে এটা সেরে যাবে।
হজম সমস্যায় :
যাদের হজম ঠিকমতো হয় না তারা তিন থেকে চার গ্রাম মুথা ও হাফ চা চামচ জোয়ান থেতো করে এক কাপ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর সকালে এটি সকালে ছেকে নিয়ে দিনে দুই বার খান তহলে সমস্যা দূর হয়ে যাবে।
জ্বর ও পিপাসা রোগে :
যাদের এই রোগ আছে তারা যদি এটি প্রতিদিন সিদ্ধ করে সেই পানি প্রতিদিন পান করতে পারেন তাহলে এটি সেরে যাবে।
শরীরের বিভিন্ন জ্বালায় :
শরীরের কোথাও জ্বালা হলে মুথা বেটে থেতো করে এর রস জ্বালার জায়গায় লাগাতে পারলে এটি সেরে যাবে।
মদের নেশা কাটাতে :
কারও মদের নেশা বেশি হলে এটি সিদ্ধ করে সেই পানি পান করালে মদের নেশা সেরে যাবে।
মাড়ির রক্ত পড়া সমস্যায় :
যাদের এই সমস্যা আছে তারা যদি মুথার রস হালকা গরম পানির সাথে মিশিয়ে রেখে দিতে পারেন তাহলে এই সমস্যা সেরে যাবে।
বোলতা বা বিছার কামড়ে :
কোথাও বোলতা বা বিছায় কামড়ালে মুথা বেটে সেই স্থানে লাগালে এর ব্যাথা ও ফুলা কমে যাবে।
Leave a Reply