প্রয়োজনীয় উপাদান : দুই থেকে তিনটা গোলাপ ফুল , চালের গুড়া পরিমাণ মত ,এবং পানি ।
প্রথমে দুই থেকে তিনটা গোলাপ ফুল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ।
তারপর গোলাপ ফুল থেকে সব পাপড়ি গুলো আলাদা করে ফেলতে হবে ।
তারপর দুই থেকে তিন চা চামচ গুড়ো নিতে হবে ।
তারপর এর ভিতর সামাান্য পানি দিতে হবে ।
তরপর সরগুলোকে একসঙ্গে বেটে নিতে হবে ।
তরপর মিশ্রনটিকে আপনি মুখ , গলা আর ঘাড়ের উপর মাখিয়ে নিতে হবে ।
তারপর ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
প্রথম সপ্তাহে এটা তিন দিন ব্যবহার করতে হবে , তার পরের সপ্তাহ থেকে এটাকে একবার ব্যবহার করলেই হবে।
বি:দ্র: কড়া রোদ থেকে দূরে ্থাকুন এবং কোন রং ফর্সাকারী ক্রিম থেকে দূরে থাকুন।
তাহলে আপনি কয়েক দিনের মধ্যে আপনার ত্বকে পার্থ্য্ক্য বুঝতে পারবেন ।
Leave a Reply